
|
খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের নেতারা
প্রকাশ:
০২ জানুয়ারী, ২০২৬, ০৩:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
বিএনপি চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ -এর সহযোগী সংগঠন "যুব জমিয়ত" ও "ছাত্র জমিয়তের" কেন্দ্রীয় ও ঢাকা মহানগর নেতৃবৃন্দ। আজ শুক্রবার (২ জানুয়ারী) সকাল ১২টায় যুব জমিয়ত ও ছাত্র জমিয়তের প্রতিনিধি দল মরহুমা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন। প্রতিনিধিদলে রয়েছেন —যুব জমিয়ত ঢাকা মহানগর উত্তরের সাংগঠনিক সম্পাদক মাওলানা মঈনুদ্দিন মানিক,যুব জমিয়ত দারুসসালাম থানার সহ সভাপতি মাওলানা যোবায়ের হাসান, যুব জমিয়ত দারুসসালাম থানার সাধারণ সম্পাদক মাওলানা সাআদ উদ্দিন আসআদ ফাইয়াজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্দুস সবুর, প্রচার সম্পাদক মাওলানা আবরারুল হক, যুবনেতা ইসরাফিল রুবেল। আরো উপস্থিত ছিলেন —ছাত্র জমিয়ত বাংলাদেশের কেন্দ্রীয় সহ সভাপতি কাউসার আহমাদ, ছাত্র জমিয়তের কেন্দ্রীয় কলেজ ভার্সিটি বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান ত্বকী, ঢাকা মহানগর পশ্চিমের সভাপতি সালমান শিকদার, সাধারণ সম্পাদক আরিফ বিল্লাহ, ছাত্রনেতা আবু রায়হান, প্রচার সম্পাদক মাহমুদুল হাসান মিরাজ, কওমী মাদ্রাসার সম্পাদক তাহমিদ হাসান, রাশেদুল ইসলাম, আতাউর রহমান, আব্দুল্লাহ নুর প্রমুখ নেতৃবৃন্দ। মরহুমার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করেন নেতৃবৃন্দ। আরএইচ/ |