
|
‘উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরিতে সন্ত্রাস ও চাঁদাবাজি নির্মূল করতে হবে’
প্রকাশ:
০১ জানুয়ারী, ২০২৬, ০৫:৩৩ বিকাল
নিউজ ডেস্ক |
খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগের সাথে বলেছেন, আইন-শৃঙ্খলা বাহিনীর নিস্ক্রিয়তা ও অপরাধীদের উপর গোয়েন্দা নজরদারির অভাবে ফ্যাসিবাদী সন্ত্রাসীরা বেপরোয়া হয়ে উঠেছে। জাতীয় নির্বাচন বানচাল করতে অপরাধীরা মাঠে নেমেছে। এই ষড়যন্ত্র প্রতিরোধে প্রশাসন ও নির্বাচন কমিশনের কার্যকর পদক্ষেপ দৃশ্যমান হয়নি। শহীদ ওসমান হাদীর হত্যাকারী ও মূল পরিকল্পনাকারীকে এখনো গ্রেফতার করতে পারেনি সরকার। নিত্যপণ্যের মূল্য ও জীবনযাত্রার ব্যয় আবারো বাড়ছে। চাঁদাবাজ ও সন্ত্রাসীরা আবারো সক্রিয় হচ্ছে। বৈঠকে নেতৃবৃন্দ সরকারের প্রতি দাবি জানিয়ে বলেন, নির্বাচনী লেভেল প্লেয়িং ফিল্ড তৈরিতে অবিলম্বে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল, অস্ত্র উদ্ধার ও সাঁড়াশী অভিযান জোরদার করতে হবে। খুনী ও ফ্যাসীবাদী অপশক্তির সকল ষড়যন্ত্র নস্যাৎ করে দিতে হবে। উৎসবমুখর নির্বাচনী পরিবেশ তৈরিতে সন্ত্রাস ও চাঁদাবাজী নির্মূল করতে হবে। নির্বাহী বৈঠকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টায় পল্টনস্থ কেন্দ্রীয় কার্যালয়ে খেলাফত মজলিসের নায়েবে আমীর মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে ও সিনিয়র যুগ্ম মহাসচিব এডভোকেট জাহাঙ্গীর হোসাইনের পরিচালনায় অনুষ্ঠিত সাপ্তাহিক নির্বাহী বৈঠকে উপস্থিত ছিলেন নায়েবে আমীর অধ্যাপক মুহাম্মদ খালেকুজ্জামান, যুগ্ম মহাসচিব ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, বায়তুলমাল সম্পাদক আলহাজ্ব আবু সালেহিন, সমাজকল্যাণ সম্পাদক আমিনুর রহমান ফিরোজ, প্রচার সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কৃষি বিষয়ক সম্পাদক ড. মাহবুবুর রহমান, ডা. আবদুর রাজ্জাক আসাদ, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, জিল্লুর রহমান, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, মাওলানা নজরুল ইসলাম মাজহারী, হাফেজ নুরুল হক, আবুল হোসেন, আমির আলী হাওলাদার প্রমুখ। এমএম/ |