
|
খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানাতে বিএনপি কার্যালয়ে ছারছিনার পীর
প্রকাশ:
০১ জানুয়ারী, ২০২৬, ০৪:৩২ দুপুর
নিউজ ডেস্ক |
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে দলের নেতাকর্মীদের সমবেদনা জানিয়েছেন ছারছিনা দরবার শরিফের পীর মাওলানা মুফতি শাহ আবু নছর নেছারুদ্দীন আহমাদ হুসাইন। বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে বিএনপির গুলশান কার্যালয়ে সমবেদনা জানাতে যান ছারছিনার পীর। ছারছিনার পীর সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সমবেদনা জানান এবং তার রুহের মাগফেরাত কামনা করেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নায়েবে আমির মীর্জা নুরুর রহমান বেগ, বাংলাদেশ জমইয়াতে হিযবুল্লাহর নাযেমে আলা ড. সৈয়দ শারাফত আলী, মজলিশে আমেলা মির্জা শোয়েবুর রহমান বেগ, সাংগঠনিক সম্পাদক মাওলানা হেমায়েত বিন তৈয়ব প্রমুখ। সাক্ষাৎ শেষে ছারছিনার পীর শোক বইতে সাক্ষার করেন। দীর্ঘদিন অসুস্থ থাকার পর এক মাসের বেশি সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। গত মঙ্গলবার চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়াকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বুধবার দেশের ইতিহাসে সর্ববৃহৎ জানাজা শেষে জিয়া উদ্যানে স্বামী জিয়াউর রহমানের সমাধির পাশে তাকে দাফন করা হয়। এমএম/ |