মালিবাগ ও হাজীপাড়ায় মদের বার বন্ধের দাবিতে মানববন্ধন শুক্রবার
প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৫:২৩ বিকাল
নিউজ ডেস্ক

রাজধানীর মালিবাগ ও হাজীপাড়া এলাকায় অবস্থিত মদের বার বন্ধের দাবিতে আগামী শুক্রবার (২ জানুয়ারি) বাদ জুমা রামপুরা, হাতিরঝিল ইমাম খতিব ও উলামা পরিষদ এবং তৌহিদী জনতার উদ্যোগে এক মানববন্ধন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এতে সভাপতিত্ব পালন করবেন জামিয়া শারইয়্যাহ মালিবাগ, ঢাকার ভাইস প্রিন্সিপাল শায়খ মুফতী হাফীজুদ্দীন।

মানববন্ধনটি মালিবাগ রেলগেট থেকে রামপুরা ব্রিজ পর্যন্ত সড়কজুড়ে অনুষ্ঠিত হবে। মানববন্ধন সংশ্লিষ্টদের মৌলিক দাবি হলো, মালিবাগ ৪৪৮/এ ডি আই টি রোডে অবস্থিত ‘ক্যাপ্টেন চাইনিজ রেস্টুরেন্ট এন্ড বার’ এবং পশ্চিম হাজীপাড়া ডি আই টি রোডের ২৯ নম্বর বাড়িতে নামবিহীন মদের বারে দীর্ঘদিন ধরে যে মাদক ও নানা অসামাজিক কার্যকলাপ চলে আসছে তা স্থায়ীভাবে বন্ধ করা। কারণ এর ফলে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে এবং যুবসমাজসহ সাধারণ মানুষের চরিত্র ও জীবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

সংশ্লিষ্টরা জানান, মাদক ও অশ্লীলতার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা আমাদের নৈতিক, ঈমানি ও সামাজিক দায়িত্ব। এ দায়িত্ব পালনে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে মাঠে নামা প্রয়োজন।

আরএইচ/