
|
বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিচ্ছেন শায়েখে চরমোনাই
প্রকাশ:
৩১ ডিসেম্বর, ২০২৫, ০১:০২ দুপুর
নিউজ ডেস্ক |
বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নামাজে জানাজায় অংশ নেবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই। বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর দুইটায় অনুষ্ঠিত জানাজায় ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে জানাজায় আরো অংশ নেবেন দলের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুস আহমাদ, প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও দলের মুখপাত্র ও যুগ্মমহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান। গতকাল ভোরে বেগম খালেদা জিয়ার ইন্তেকালের সংবাদে দলের আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই শোকবার্তা দেন। সন্ধায় দলের সিনিয়র নায়েবে আমীরের নেতৃত্বে একটি উচ্চপ্রতিনিধি দল গুলশানের কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিক শোকবার্তা জানান। তারই ধারাবাহিকতায় আজকে জানাজায় অংশ নিচ্ছেন দলের উচ্চ প্রতিনিধি দল। ইসলামী আন্দোলন বাংলাদেশ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত সকলের প্রতি গভীর সমবেদনা জানায়। আরএইচ/ |