
|
ইলিয়াসপত্নীর বিপরীতে লড়বেন খেলাফত মজলিসের মুনতাসির আলী
প্রকাশ:
৩১ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৭ সকাল
নিউজ ডেস্ক |
জামায়াতে ইসলামীসহ ১০ দলের আসন সমঝোতায় খেলাফত মজলিসের প্রার্থী ও দলের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী সিলেট-২ (ওসমানীনগর–বিশ্বনাথ) আসনটি পেয়েছেন। এই আসনে বিএনপির প্রার্থী আলোচিত গুমের শিকার ইলিয়াস আলীর স্ত্রী তাহসিনা রুশদির লুনা। ফলে এখানে লুনার সঙ্গে জোটপ্রার্থী মুনতাসির আলীর মূলত প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা করা হচ্ছে। এই আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী ছিলেন অধ্যাপক আব্দুল। তবে জোটের কারণে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে দাঁড়িয়েছেন। আসন ছাড় পাওয়ার প্রতিক্রিয়ায় খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মোহাম্মদ মুনতাসির আলী ফেসবুক স্ট্যাটাসে লিখেন, ‘আলহামদুলিল্লাহ’। এর আগে অধ্যাপক আব্দুল হান্নান দুইবার এবং মোহাম্মদ মুনতাসির আলী একবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিলেও প্রত্যাশিত সাফল্য পাননি। তবে ৫ আগস্ট পরবর্তী রাজনৈতিক প্রেক্ষাপটে জামায়াত এই আসনে বিএনপি প্রার্থী ইলিয়াসপত্নী তাহসিনা রুশদীর লুনার সঙ্গে শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলতে পারে—এমন আলোচনা রাজনৈতিক মহলে জোরালো ছিল। এর মধ্যেই জোটের প্রার্থী হলেন ছাত্র মজলিসের সাবেক সভাপতি মুনতাসির আলী। এনএইচ/ |