খালেদা জিয়ার শোক বইতে যা লিখলেন ইবনে শাইখুল হাদিস
প্রকাশ: ৩১ ডিসেম্বর, ২০২৫, ০৮:১২ সকাল
নিউজ ডেস্ক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোকাহত গোটা জাতি। অনেকে নানা মাধমে শোক প্রকাশ করছেন। বিএনপির পক্ষ থেকে গুলশান কার্যালয়ে একটি শোক বই খোলা হয়েছে। সেখানে বিশিষ্ট নাগরিকরা তাদের শোক জানাচ্ছেন। 

এই ধারাবাহিকতায় মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাতে গুলশান কার্যালয়ে যান বাংলাদেশ খেলাফত মজলিসের আমির ও ইবনে শাইখুল হাদিস মাওলানা মামুনুল হক। সেখানে তিনি বেগম খালেদা জিয়ার শোক বইতে অনুভূতি লেখেন ও স্বাক্ষর করেন। 

মাওলানা মামুনুল হক লিখেন,  ‘বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী, আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের আপোষহীন ও স্বৈরাচার বিরোধী আন্দোলনের অবিসংবাদিত ব্যক্তিত্ব দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমরা বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে শোক প্রকাশ করছি এবং মরহুমার আত্মার মাগফিরাত কামনা করছি৷’

এনএইচ/