
|
বেগম খালেদা জিয়ার ইন্তেকালে নূরানী বোর্ডের পরিচালকের শোক
প্রকাশ:
৩০ ডিসেম্বর, ২০২৫, ০৩:৫৮ দুপুর
নিউজ ডেস্ক |
সাবেক তিন তিনবারের প্রধানমন্ত্রী, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোক জানিয়েছেন নূরানী তা'লীমুল কুরআন বোর্ড বাংলাদেশের পরিচালক হাফেজ মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন। খালেদা জিয়ার ইন্তেকালে জাতি একজন অভিভাবক হারিয়েছে বলে মন্তব্য করেন তিনি। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক বিবৃতিতে মাওলানা ইসমাইল বেলায়েত হুসাইন মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন। পাশাপাশি তাঁর নিকটাত্মীয়দের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং সারা দেশের ওলামায়ে কেরামদের নিকট তাঁর জন্য বিশেষ দোয়ার আবেদন জানান। প্রসঙ্গত, বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে জটিল রোগে ভুগছিলেন। এক মাসের বেশি সময় ধরে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে ছিলেন। সেখানে চিকিৎসারত অবস্থায় মঙ্গলবার ভোর ৬টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আরএইচ/ |