‘দেশ একজন রাজনৈতিক অভিভাবককে হারালো’
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ১১:০৫ দুপুর
নিউজ ডেস্ক

সাবেক প্রধানমন্ত্রী, আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (একাংশ) গভীর শোক জানিয়েছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) এক শোকবার্তায় জমিয়ত সভাপতি মাওলানা আব্দুর রহিম ইসলামাবাদী ও মহাসচিব শায়খুল হাদীস মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম বলেন, তিনি বাংলাদেশের রাজনীতিতে একটি উল্লেখযোগ্য অধ্যায়ের প্রতিনিধিত্ব করেছেন। দীর্ঘ রাজনৈতিক জীবনে রাষ্ট্র ও রাজনীতিতে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ ও স্মরণীয়। তার প্রস্থানে দেশ একজন অভিজ্ঞ রাজনৈতিক অভিবাবককে হারাল।

নেতৃবৃন্দ মরহুমার রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন ও অনুসারীদের প্রতি গভীর সমবেদনা জানান। মহান আল্লাহ তা'আলা তাকে জান্নাতুল ফেরদৌস নসিব করুন—এই দোয়া করেন তারা।

এনএইচ/