খালেদা জিয়ার মৃত্যুতে পীর সাহেব চরমোনাইর শোক
প্রকাশ: ৩০ ডিসেম্বর, ২০২৫, ০৯:৪৭ সকাল
নিউজ ডেস্ক

ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম, পীর সাহেব চরমোনাই মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে বেগম খালেদা জিয়ার মৃত্যু সংবাদ অবগত হয়ে গভীর শোক প্রকাশ করেছেন।

পীর সাহেব চরমোনাই বলেন, বাংলাদেশের রাজনৈতিক চর্চায় ও ইতিহাসে বেগম খালেদা জিয়া একজন উজ্জ্বল ও গুরুত্বপূর্ণ চরিত্র ছিলেন।

পীর সাহেব চরমোনাই তাঁর রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

প্রসঙ্গত, দীর্ঘদিন ধরে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। আজ ভোর ছয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

এনএইচ/