
|
কুমিল্লা-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান কায়কোবাদ
প্রকাশ:
২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৮ রাত
নিউজ ডেস্ক |
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন কুমিল্লা- ৩ আসনের প্রার্থী বিএনপির ভাইস চেয়ারম্যান, পাঁচবারের সাবেক সংসদ সদস্য, সাবেক হুইপ ও সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ্ব কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। সোমবার (২৯ ডিসেম্বর) বিকাল ৩টা মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুর রহমান এর কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেছেন তিনি। মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে উপজেলা পরিষদের সামনে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় দেখা যায় উপস্থিত নেতাকর্মী, ভক্তবৃন্দ ও ধানের শীষ প্রতীকের সমর্থকদের মধ্যে। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে মুরাদনগর কেন্দ্রীয় কবরস্থানে পিতা মাতার কবর জিয়ারত করেছেন তিনি। বাড়ি থেকে রওনা হয়ে দল এবং জোট নেতাদের সঙ্গে নিয়ে মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র জমা দিতে যান কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ। মনোনয়নপত্র জমা দেওয়ার পর নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠুভাবে শুরু করায় ইন্টেরিম সরকারকে ধন্যবাদ জানিয়ে সাংবাদিকদের উদ্দেশ্যে বিএনপি মনোনীত প্রার্থী কায়কোবাদ বলেন নির্বাচনের বাকি কাজগুলো সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে পারলে আমরা ইন্টেরিম সরকারের প্রতি কৃতজ্ঞ থাকবো। তিনি আরও বলেন আমার বিশ্বাস এবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসন নিরপেক্ষ ভূমিকা পালন করবে এবং সুষ্ঠুভাবে নির্বাচনকে পরিচালনা করতে সর্বোচ্চ চেষ্টা করবে। সাংবাদিকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে সাংবাদিকদের উদ্দেশ্য তিনি আরও বলেন হে আমার প্রিয় সাংবাদিক ভাইয়েরা আজকে আমার মনোনয়নপত্র জমা দেওয়ার মুহূর্তে আপনাদের উপস্থিতি ও আপনাদের উৎসাহ উদ্দীপনা আমাদের জন্য কল্যাণের। আমার বিশ্বাস আমার সাংবাদিক ভাইয়েরা আপনারা সঠিক বার্তাগুলো জনসাধারণের মাঝে পৌঁছানোর চেষ্টা করবেন এবং নিজেরা সকল প্রকার ষড়যন্ত্রের ব্যাপারে সচেতন থাকবেন। একজন সাংবাদিক চাইলে রাষ্ট্রের জন্য ভালো কিছু উপহার দিতে পারবে। রাষ্ট্রের সকল কাজে সহযোগিতা করবে। আমরা সাংবাদিক ভাইদের উজ্জ্বল ভবিষ্যত কামনা করছি। প্রিয় সাংবাদিক ভাইয়েরা আপনারা আমার ভাই । আপনারা আমার বন্ধু। আপনারা হলেন এ দেশের সূর্যসন্তান। আপনাদের জন্য মহান আল্লাহ দরবারে দোয়া করি তিনি যেন আপনাদেরকে নিরাপদে রাখেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক কাজী জুন্নুন বসরী, কাজী শাহ আরফিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ন আহবায়ক সৈয়দ তৌফিক আহমেদ মীর, কামাল উদ্দিন ভূঁইয়া, মুস্তাক আহমেদ, নজরুল ইসলাম, আব্দুল আজিজ মোল্লা, শাহ আলম, উপজেলা জমিয়তের সেক্রেটারি মাওলানা আব্দুর রহমান আল-মুজাফফার,মাসুদ রানা, আলমগীর হোসেন মাহমুদ হাসান, সোহাগ, ইকবাল সহ উপজেলার নেতাকর্মী ধানের শীষ প্রতীকের হাজারো সমর্থক। আরএইচ/ |