সুনামগঞ্জ-২ আসনে ভোটের লড়াইয়ে জমিয়ত নেতা ড. মাওলানা শোয়াইব আহমদ
প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৭:৫৫ বিকাল
নিউজ ডেস্ক

বিএনপির সঙ্গে চারটি আসনের বিনিময়ে কেন্দ্রীয়ভাবে সমঝোতা হলেও সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনে প্রার্থিতা ঘোষণা করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ড. মাওলানা শোয়াইব আহমদ।

সোমবার (২৯ ডিসেম্বর) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে তিনি খেজুর গাছ প্রতীকে নির্বাচন করতে মনোনয়নপত্র জমা দেন।

জানা গেছে, জমিয়ত যে কয়টি আসনের দাবি শুরু থেকে জানিয়ে আসছিল এর মধ্যে রয়েছে সুনামগঞ্জ-২ আসনটিও। দলটি কেন্দ্রীয় নেতা এবং ইউরোপ জমিয়তের সভাপতি ড. মাওলানা শোয়াইব আহমদকে প্রার্থী করে। তবে বিএনপির সঙ্গে আসন সমঝোতা হওয়ায় চারটি বাদে বাকি আসনগুলোতে প্রার্থিতা প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

তবে একটি সূত্র জানিয়েছে, এই আসনে বিএনপির মনোনয়ন দেওয়া হয় সাবেক এমপি নাছির উদ্দিন চৌধুরীকে। জামায়াত নেতা শিশির মনিরের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার জন্য তার বিকল্প নেই বলে মনে করেন স্থানীয়রা। জোটের স্বার্থে এবং বর্ষীয়ান নেতা নাছির উদ্দিন চৌধুরীকে সম্মান দেখিয়ে আসনটির দাবি ছেড়ে দিতে সম্মত হয় জমিয়ত।

বিপত্তি বাধে গতকাল ওই আসনে আরেকজন তরুণ নেতাকেও যখন বিএনপি প্রার্থী ঘোষণা করে। স্থানীয় জমিয়তের দাবি, আসন ছাড় দেওয়া হয়েছে নাছির উদ্দিন চৌধুরীকে প্রার্থী করায়। তাকে ছাড়া অন্য কাউকে প্রার্থী করলে সেই আসনে জমিয়তও প্রতিদ্বন্দ্বিতা করবে।

আরএইচ/