
|
মৌলভীবাজার-৪ আসনে শেখ নূরে আলম হামিদীসহ ৫ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল
প্রকাশ:
২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:৫৮ বিকাল
নিউজ ডেস্ক |
মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার প্রতিনিধি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসনে বিভিন্ন রাজনৈতিক দলের মোট পাঁচজন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে উৎসবমুখর পরিবেশে শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিনের কার্যালয়ে পৃথকভাবে এসব মনোনয়নপত্র জমা দেওয়া হয়। বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ১০ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী। একই দিনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। তিনি শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মো. ইসলাম উদ্দিনের কাছে মনোনয়নপত্র জমা দেন। এছাড়া, একই আসন থেকে বিএনপির আরেক এমপি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র, ন্যাশনাল টি কোম্পানির পরিচালক ও মৌলভীবাজার জেলা বিএনপির নেতা মো. মহসিন মিয়া মধু। তার পক্ষে একমাত্র ছেলে মো. মুরাদ হোসেন সুমন শ্রীমঙ্গল উপজেলা পরিষদে উপস্থিত হয়ে মনোনয়নপত্র জমা দেন। অন্যদিকে, ১০ দলীয় জোটের সম্ভাব্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী এডভোকেট মোহাম্মদ আব্দুর রব এবং জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় কমিটির যুগ্ম সদস্য সচিব প্রীতম দাশও নিজ নিজ মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে উপজেলা পরিষদ চত্বরে বিভিন্ন দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মী, সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও আত্মীয়স্বজনদের উল্লেখযোগ্য উপস্থিতি লক্ষ্য করা যায়। এ বিষয়ে শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, “সোমবার নির্ধারিত সময়ের মধ্যে নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী বিএনপি ও বাংলাদেশ খেলাফত মজলিসসহ বিভিন্ন দলের প্রার্থীরা মনোনয়নপত্র দাখিল করেছেন।” আরএইচ/ |