
|
‘মাওলানা আব্দুর রহিমের ইন্তেকালে ইলমি জগতে শূন্যতা সৃষ্টি হলো’
প্রকাশ:
২৯ ডিসেম্বর, ২০২৫, ০৬:২৬ বিকাল
নিউজ ডেস্ক |
দেশের প্রবীণ আলেমে দীন, লালবাগ মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মাওলানা আব্দুর রহিমের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছেন জমিয়তে উলামায়ে ইসলামের (একাংশ) সভাপতি মাওলানা আবদুর রহিম ইসলামাবাদী, মহাসচিব মাওলানা ড. গোলাম মহিউদ্দিন ইকরাম ও সাংগঠনিক সম্পাদক মুফতি জাকির হুসাইন খান। সোমবার (২৯ ডিসেম্বর) এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, মাওলানা আব্দুর রহিম রহ.-এর ইন্তেকালে ইলমি জগতে যে শূন্যতা সৃষ্টি হলো তা অপূরণীয়।’ তারা মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও মরহুম মাওলানার আত্মার মাগফেরাত কামনা করেন। প্রসঙ্গত, প্রবীণ আলেম মাওলানা আব্দুর রহীম গতকাল রোববার (২৮ ডিসেম্বর) ইন্তেকাল করেন। তিনি বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। আরএইচ/ |