
|
মনোনয়নপত্র জমা দিলেন হাফেজ নেছার আহমাদ আন নাছিরী
প্রকাশ:
২৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:১২ বিকাল
নিউজ ডেস্ক |
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর হাতপাখা মার্কায় এমপি পদপ্রার্থী নেছার আহমাদ আন নাছিরী। সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে তিনি এই মনোনয়নপত্র জমা দেন। এ সময় তার সঙ্গে দলটির নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন। মনোনয়নপত্র জমা দেওয়া শেষে নেছার আহমাদ আন নাছিরী বলেন, স্বাধীনতার পর থেকে ৫০ বছর পেরিয়ে গেলেও আমাদের সরাইল-আশুগঞ্জের প্রত্যাশিত কোন কিছুরই উন্নয়ন হয়নি। রাস্তাঘাটের বেহাল অবস্থা, শিক্ষার মান অ-নুন্নত, দুর্নীতি আর মাদকের ছোবলে যুবসমাজ ধ্বংসের মুখে। দুঃখের সাথে বলতে হচ্ছে, বিগত দিনে বহু নেতা-নেত্রী ও দলের শাসন দেখেছি, কিন্তু কেউ কাঙ্ক্ষিতমানের শান্তি ও উন্নতি নিশ্চিত করতে পারেনি। এবার আমি এই আসনের মানুষের জন্য কাজ করতে চাই। তিনি বলেন, আমি সরাইল-আশুগঞ্জকে এমনভাবে উন্নত করতে চাই, যা শুধু বাংলাদেশ নয়, পুরো বিশ্বের কাছে রোল মডেল হয়ে থাকবে। আরএইচ/ |