কিশোরগঞ্জ-৬ আসনে রিকশার প্রার্থী মাওলানা আতাউল্লাহ আমীনের মনোনয়নপত্র দাখিল
প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:১১ বিকাল
নিউজ ডেস্ক

কিশোরগঞ্জ-৬ (ভৈরব-কুলিয়ারচর) সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের রিকশা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন।

সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ২টা ৩০ মিনিটে তিনি কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলায় অবস্থিত উপজেলা নির্বাহী অফিসার মামুনুর রশিদের কাছে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।

এ সময় উপজেলা নির্বাচন অফিসার সাদ্দাম হুসাইন রুমান খান, ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান আকন্দসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

মনোনয়নপত্র দাখিলকালে বাংলাদেশ খেলাফত মজলিসের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।

উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন—ভৈরব উপজেলা সভাপতি মাওলানা আব্দুল্লাহ আল-আমিন, সহ-সভাপতি মাওলানা আব্দুস সালাম, মাওলানা মোহাম্মদ আলী, মাওলানা মাহবুবুর রহমান, সেক্রেটারি জেনারেল মাওলানা মনিরুজ্জামান, কুলিয়ারচর উপজেলা সভাপতি মাওলানা নাসিরুদ্দিন রাহমানী,ভৈরব পৌর সেক্রেটারি মাওলানা নাজিমুদ্দিন, ভৈরব উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা কবির আহমদ, ভৈরব কেবি স্কুলের শিক্ষক জনাব তারেক, জেড রহমান মহাবিদ্যালয়ের শিক্ষক জনাব সুফল,পৌরসভা ৬ নং ওয়ার্ডের সভাপতি জনাব সাজ্জাদ হোসেন গজারিয়া ইউনিয়ন সভাপতি মাওলানা মুজিবুর রহমান সেক্রেটারি মাওলানা ইসহাকসহ সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীল ব্যক্তিবর্গ। মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা যায়।

আরএইচ/