
|
কারওয়ানবাজারে ব্যবসায়ীদের মানববন্ধনে সন্ত্রাসী হামলার প্রতিবাদ ইসলামী আন্দোলনের
প্রকাশ:
২৯ ডিসেম্বর, ২০২৫, ০৫:০৭ বিকাল
নিউজ ডেস্ক |
ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান আজ ২৯ ডিসেম্বর এক বিবৃতিতে বলেছেন, কারওয়ানবাজার দেশের অন্যমত প্রধান পাইকারি ব্যবসাকেন্দ্র। এখানে চাঁদাবাজীর প্রভাব রাজধানীর প্রায় সকল খুচরা বাজারে মুল্যবৃদ্ধিতে প্রভাব ফেলে। কারওয়ান বাজারে চাঁদাবাজি একটি পুরোনো সমস্যা। আমরা আশা করেছিলাম, ৫ আগষ্টের পরে এই পরিস্থিতির পরিবর্তন হবে। কিন্তু এখন দেখা যাচ্ছে, চাঁদাবাজি তো কমেই নাই বরং চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবসায়ীদের মানববন্ধনে চাঁদাবাজরা হামলা করার সাহস দেখিয়েছে। এটা অপরাধকে অপরাধ মনে না করার চুড়ান্ত আলামত। ইসলামী আন্দোলন বাংলাদেশ এর তীব্র নিন্দা জানাচ্ছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তপূর্বক আইনি ব্যবস্থা গ্রহনের দাবি জানাচ্ছে। মাওলানা গাজী আতাউর রহমান বলেন, চাঁদাবাজির সাথে একটি দলের নাম বারংবার জড়িয়ে যাওয়াটা দুঃখজনক। রাজনৈতিক দল হিসেবে কর্মীদের নিয়ন্ত্রণ করা দলের দায়িত্ব। দলের কোনো নেতা বা কর্মী দলের রাজনৈতিক শক্তিকে ব্যবহার করে তখন রাজনীতির ওপরেই মানুষের আস্থা উঠে যায়। আমরা আশা করি ,সংশ্লিষ্ট রাজনৈতিক শক্তিগুলোকে এই বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইন-শৃঙ্খলা বাহিনীর প্রতি আহবান থাকবে, চাঁদাবাজদে শক্তহাতে প্রতিহত করুন। তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিন। কোনো রাজনৈতিক দল চাঁদাবাজদের পক্ষ নিলে তা জনতাকে অবহিত করুন। জনতাই সেই রাজনৈতিক দলকে প্রতিহত করবে। আরএইচ/ |