জমিয়ত ছেড়ে বাংলাদেশ খেলাফত মজলিসে মাওলানা নাছির উদ্দীন মুনির
প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ০৩:২৮ দুপুর
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম এবং হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা মাওলানা নাছির উদ্দীন মুনির বাংলাদেশ খেলাফত মজলিসের যোগ দিয়েছেন। তিনি মাওলানা মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন দলের হয়ে রিকশা প্রতীকে ১০ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে বাংলাদেশ খেলাফত মজলিসের যুগ্ম মহাসচিব মাওলানা আতাউল্লাহ আমীন আওয়ার ইসলামকে এই তথ্য নিশ্চিত করেছেন।

মাওলানা আতাউল্লাহ আমীন জানান, মাওলানা নাছির উদ্দীন মুনির চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও বায়েজিদ আংশিক) আসনে ১০ দলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করবেন। ইতোমধ্যে তিনি মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

মাওলানা নাছির উদ্দীন মুনির হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এবং জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ছিলেন। এছাড়া হাটহাজারী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান তিনি।

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সঙ্গে চারটি আসনে নির্বাচনি সমঝোতা করেছে বিএনপি। এসব আসনে জমিয়তের প্রার্থীরা তাদের দলীয় প্রতীক খেজুর গাছে প্রতীকে নির্বাচন করবেন। সমঝোতা অনুযায়ী এই চার আসনে বিএনপির প্রার্থী থাকবে না, একইভাবে সারা বাংলাদেশে অন্যান্য আসনে জমিয়তের কোনো প্রার্থী থাকবে না।

মাওলানা নাছির উদ্দীন মুনির চট্টগ্রাম-৫ আসনে জমিয়তের দলীয় মনোনয়ন পেয়েছিলেন। যেহেতু তিনি জমিয়ত থেকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাচ্ছেন না এজন্য শেষ মুহূর্তে দল পরিবর্তন করলেন।

আরএইচ/