
|
সিলেট-৫ আসনে মনোনয়নপত্র দাখিল করলেন জমিয়ত সভাপতি
প্রকাশ:
২৯ ডিসেম্বর, ২০২৫, ০১:৫১ দুপুর
নিউজ ডেস্ক |
সিলেট-৫ (কানাইঘাট–জকিগঞ্জ) আসনে বিএনপি জোটের মনোনীত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক মনোনয়নপত্র দাখিল করেছেন। সোমবার (২৯ ডিসেম্বর) বেলা ১১টার দিকে তিনি রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন। এ সময় তাঁর সঙ্গে জমিয়ত ও বিএনপি জোটের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। নির্বাচন সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিএনপি জোটের প্রার্থী হিসেবে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতায় নামলেও মাওলানা উবায়দুল্লাহ ফারুক নিজ দলের প্রতীক ‘খেজুর গাছ’ নিয়ে নির্বাচন করবেন। মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে কানাইঘাট ও জকিগঞ্জ উপজেলায় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা দেখা যায়। স্থানীয় রাজনৈতিক অঙ্গনে তাঁকে আসনের একজন হেভিওয়েট প্রার্থী হিসেবে বিবেচনা করা হচ্ছে। মনোনয়ন দাখিলের পর সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় মাওলানা উবায়দুল্লাহ ফারুক বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, ইসলামি মূল্যবোধ রক্ষা এবং কানাইঘাট–জকিগঞ্জের সার্বিক উন্নয়নই তাঁর রাজনীতির মূল লক্ষ্য। তিনি এলাকাবাসীর দোয়া ও সমর্থন কামনা করেন। আরএইচ/ |