ওসমান হাদির মাগফেরাত কামনায় ইসলামী যুব আন্দোলনের দোয়া অনুষ্ঠান
প্রকাশ: ২৯ ডিসেম্বর, ২০২৫, ১১:৫৬ দুপুর
নিউজ ডেস্ক

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি'র রুহের মাগফেরাত কামনায় ইসলামী যুব আন্দোলন বাংলাদেশের উদ্যোগে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) রাত ৯টায় রাজধানীর গ্ৰীন রোডস্থ ক্যাফে হাজী রেস্টুরেন্ট হলরুমে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,ঢাকা মহানগর দক্ষিণ আওতাধীন কলাবাগান  থানা শাখার ব্যবস্থাপনায় নবাগত সদস্য সম্মেলন ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান হাদি'র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,কলাবাগান থানা শাখার সভাপতি মুহাম্মদ হাবিব-এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় নবাগত সদস্য সম্মেলন ও  ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ ওসমান হাদি'র রহ. রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সভাপতি  আতিকুর রহমান মুজাহিদ।

নবাগত সদস্যদের উদ্দেশ্য করে তিনি বলেন, শহীদ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সহযোদ্ধা। জুলাই পরবর্তী অনেকেই নিজেদের আখের গোছাতে ব্যস্ত থাকলেও ওসমান হাদি দেশ ও জনগণের জন্য কাজ করে গিয়েছেন। সাম্য, সমতা ও ইনসাফভিত্তিক বাংলাদেশ বিনির্মাণে তিনি বুদ্ধিভিত্তিক কাজ করেছেন। তার দীর্ঘমেয়াদি বুদ্ধিভিত্তিক কাজে ইসলাম ও দেশবিরোধী চক্রান্তকারীরা তাকে হুমকি মনে করেছে, তাই তাকে হত্যা করেছে। আমরা অবিলম্বে তার খুনিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির সম্মুখীন করার দাবি জানাই। আজ ওসমান হাদি নেই, তবে তার লক্ষ্য-উদ্দেশ্য আমাদের সামনে রয়েছে, আমরা ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গঠনে তা কাজে লাগাব।

প্রধান বক্তা হিসেবে ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের সহ-সভাপতি মুফতী শওকত ওসমান বলেন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ গতানুগতিক কোন যুবক সংগঠন নয়। বরং সাম্য,মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠায় কল্যাণ রাষ্ট্র বিনির্মাণে যুবকদের ঐক্যবদ্ধ করার একটি প্ল্যাটফর্ম। সমাজের বিপদগামী যুবকদেরকে কিভাবে আল্লাহমুখী করা যায়, কিভাবে তাদের দিয়ে ইনসাফের বাংলাদেশ বিনির্মাণ করা যায়, নিজেদেরকে কিভাবে যোগ্য ও দক্ষ করা যায়, তা নিয়েই আমাদের কাজ। সমাজের সর্বশ্রেণির যুবকদের কাছে আমাদের দাওয়াত পৌঁছে দিতে হবে।

বিশেষ অতিথি হিসেবে জাতীয় ওলামা মাশায়েখ আইম্মা পরিষদ,কলাবাগান থানার সেক্রেটারি ও মিডিয়া আলোচক হাফেজ মাওলানা মুফতি আবু মুহাম্মদ রাহমানী বলেন, বাংলাদেশকে একটি কল্যাণ রাষ্ট্র বানাতে হলে আমাদের যুবকদের সর্বপ্রথম ঐক্যবদ্ধ হতে হবে। সমাজের অধিকাংশ অপরাধই যুবকদের মাধ্যমে সংঘটিত হয়। তাই যুবকদেরকে কিভাবে আল্লাহর পথে নিয়ে আসা যায়, ইসলামের সৈনিক বানানো যায়, তা নিয়ে আমাদের কাজ করতে হবে। যুবকরা যখন ঐক্যবদ্ধ হয়ে যায়, তখন তাদের কাছে আল্লাহর রহমত থাকে, তখন বাতিল ষড়যন্ত্রকারীরা তাদেরকে থামিয়ে দিতে পারে না। তারা ইসলাম ও দেশের জন্য ঝাঁপিয়ে পড়ে ইসলামকে সমাজে বিজয়ী আদর্শ হিসেবে প্রতিষ্ঠিত করে ছাড়ে। তাই আমাদের সর্বত্র ইসলামের দাওয়াতকে পৌঁছে দিতে হবে।

নবাগত সদস্য সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ, ঢাকা মহানগর দক্ষিণের উপ-সম্পাদক মো. রিদওয়ান আহমেদ। এছাড়াও উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ,কলাবাগান থানা ও ওয়ার্ড শাখা থেকে আগত শতাধিক নবাগত যুব সদস্য ভাইয়েরা।

এনএইচ/