
|
৩০০ আসনেই মনোনয়নপত্র জমা দিচ্ছে ইসলামী আন্দোলন
প্রকাশ:
২৯ ডিসেম্বর, ২০২৫, ০৮:৩৭ সকাল
নিউজ ডেস্ক |
জামায়াতে ইসলামীসহ ১০টি দলের নির্বাচনী সমঝোতার মধ্যেই দেশের ৩০০ আসনে এককভাবে মনোনয়নপত্র জমা দেওয়ার ঘোষণা দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ এক বার্তায় জানান, ইসলামী আন্দোলন বাংলাদেশ তিনশ আসনেই মনোনয়ন ফরম জমা দেবে ইনশাআল্লাহ। তবে আসন সমঝোতার আলোচনা চলমান। আমরা দৃঢ় আশাবাদী যে, একটি চমৎকার সমঝোতায় পৌঁছা যাবে ইনশাআল্লাহ। এর আগে রোববার বিকেলে জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান জানান, আটটি দলের সঙ্গে আরও দুটি দল যুক্ত হচ্ছে। এখন আসন সমঝোতা বা জোটের অংশীদার ১০টি দল। সংবাদ সম্মেলনে মাওলানা মামুনুল হকসহ জোটের নেতারা ছিলেন। ইসলামী আন্দোলানের পক্ষ থেকে প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকন্দ থাকলেও দলের শীর্ষ দুই নেতার কেউ ছিলেন না। এদিকে জামায়াতে ইসলামীর সঙ্গে ইসলামী আন্দোলনের আসন সমঝোতা নিয়ে টানাপোড়েন চলছে বলে খবর পাওয়া গেছে। ইসলামী আন্দোলনকে কাঙ্ক্ষিত আসনে ছাড় না দেওয়ায় দলটি এককভাবে নির্বাচনের পথ খোলা রাখছে। আজ যেহেতু মনোনয়নপত্র দাখিলের শেষ দিন এজন্য ইসলামী আন্দোলন সারাদেশেই তাদের নিজস্ব প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের নির্দেশ দিয়েছে। এনএইচ/ |