
|
ঢাকা-১৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন ইবনে শাইখুল হাদিস
প্রকাশ:
২৮ ডিসেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল
নিউজ ডেস্ক |
ঢাকা-১৩ আসনে রিকশা প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল। রোববার (২৮ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেন তিনি। এসময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত ছিলেন। মামুনুল হক বলেন, আমি মনোনয়নপত্র জমা দিলাম। ভোট হবে, গণভোট হবে। আমরা নির্বাচনে অংশ নেবো। গণভোটের মাধ্যমে জুলাই সনদ বাস্তবায়িত হবে। এছাড়া ঢাকা-১৩ আসন থেকে আরও মনোনয়নপত্র নিয়েছেন বিএনপি থেকে ববি হাজ্জাজ, বাংলাদেশ জামায়েত ইসলামীর মো. মোবারক হোসাইন, এনসিপির মো. আকরাম হোসেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. মুরাদ হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) থেকে নেক মোহাম্মদ, নাগরিক ঐক্যের মো. মাহবুবুর রহমান, বিএনপি (স্বতন্ত্র) কায়েস মাহমুদ, বিএনপি মো. কামরুজ্জামান জুয়েল, গণমুক্তি জোটের শাহরিয়ার ইফতেখার, রিপাবলিকান পার্টির আশরাফুল ইসলাম, বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) সোহেল রানা, স্বতন্ত্র থেকে শেখ মো. রবিউল ইসলাম। আরএইচ/ |