আজ দুপুরে মনোনয়নপত্র জমা দেবেন ইবনে শাইখুল হাদিস
প্রকাশ: ২৮ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৮ সকাল
নিউজ ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের জন্য ঢাকা-১৩ আসনের প্রার্থী হচ্ছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস)।

আজ রোববার (২৮ ডিসেম্বর) দুপুর ২টায় তিনি প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করবেন।
শনিবার মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দুপুরে আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কমিশনের কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন মাওলানা মামুনুল হক। এ সময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন।

প্রসঙ্গত, আট দলের যে নির্বাচনি সমঝোতা প্রক্রিয়া চলছে, তাতে মাওলানা মামুনুল হকের দলও রয়েছে।

এনএইচ/