কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে খেলাফত মজলিসের মনোনয়ন পেলেন মাওলানা সোলায়মান খান
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৮ রাত
নিউজ ডেস্ক

তানযিল হাসান, কুমিল্লা

কুমিল্লা–৭ (চান্দিনা) সংসদীয় আসনে খেলাফত মজলিসের দলীয় প্রার্থী হিসেবে মাওলানা সোলায়মান খানকে চূড়ান্ত মনোনয়ন প্রদান করা হয়েছে। 

আজ শনিবার (২৭ ডিসেম্বর ২০২৫)  খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাঁর হাতে মনোনয়নপত্র তুলে দেওয়া হয়।

দেওয়াল ঘড়ি প্রতীকের এই মনোনয়নপত্র হস্তান্তর করেন খেলাফত মজলিসের সংগ্রামী মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের। 

এ সময় উপস্থিত ছিলেন দলের নায়েবে আমির মাওলানা আহমাদ আলী কাসেমী এবং শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক হাজী আমিনুর রশিদ ফিরোজ।

মনোনয়ন প্রদান অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দ্বীনি আদর্শ, সততা ও জনসেবার অঙ্গীকার নিয়ে মাওলানা সোলায়মান খান কুমিল্লা–৭ (চান্দিনা) আসনে একটি শক্তিশালী, ইতিবাচক ও কল্যাণমুখী নেতৃত্ব উপহার দিতে সক্ষম হবেন ইনশাআল্লাহ।

উল্লেখ্য, মাওলানা সোলায়মান খান বর্তমানে খেলাফত মজলিস দুবাই শাখার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। একই সঙ্গে তিনি আট দলীয় জোটের একজন মনোনয়ন প্রত্যাশী হিসেবে দীর্ঘদিন ধরে রাজনৈতিক ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রেখে আসছেন।
দলীয় মনোনয়ন চূড়ান্ত হওয়ার খবরে চান্দিনা উপজেলাসহ সংশ্লিষ্ট এলাকায় তাঁর সমর্থক ও দলীয় নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

এনএইচ/