
|
ঢাকা-১৩ আসনে কাল মনোনয়নপত্র জমা দেবেন ইবনে শাইখুল হাদিস
প্রকাশ:
২৭ ডিসেম্বর, ২০২৫, ০৬:৪৪ বিকাল
নিউজ ডেস্ক |
বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মুহাম্মাদ মামুনুল হক (ইবনে শাইখুল হাদিস) ঢাকা-১৩ আসন থেকে নিজ দলের রিকশা প্রতীকে নির্বাচন করবেন। আগামীকাল তিনি মনোনয়নপত্র জমা দেবেন। শনিবার (২৭ ডিসেম্বর) মাওলানা মামুনুল হকের ব্যক্তিগত সহকারী মাওলানা জাকির হুসাইন এই তথ্য জানিয়েছেন। রোববার ( ২৮ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে ঢাকা জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়ে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন মাওলানা মামুনুল হক। এসময় তার সঙ্গে দলের নেতারা উপস্থিত থাকবেন। এদিকে বাগেরহাট-১ আসনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দিয়েছে মাওলানা মামুনুল হক। এবারের নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ইসলামি ও সমমনা আট দলের যে সমঝোতা হয়েছে সেখানে মাওলানা মামুনুল হকের দলও রয়েছে। ধারণা করা হচ্ছে, এই ঢাকা-১৩ আসনে তিনি আট দলের একক প্রার্থী হিসেবে থাকবেন। আরএইচ/ |