‘আমার হাদি ভাইকে যারা মেরেছে তাদের বিচার চাইতে এসেছি’
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪৯ দুপুর
নিউজ ডেস্ক

‘আমি আমার আম্মুর মোবাইলে দেখেছি, সন্ত্রাসীরা আমার হাদি ভাইকে মেরে ফেলেছে। আমার হাদি ভাইকে যারা মেরেছে তাদের বিচার চাইতে এসেছি।’

কথাগুলো বলছিল নরসিংদী থেকে মায়ের সঙ্গে রাজধানীর শাহবাগে আসা নূর মোহাম্মদ। সাড়ে সাত বছর বয়সী শিশুটি আজ শনিবার (২৭ ডিসেম্বর) সকালে যোগ দিয়েছেন ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ ওসমান হাদির হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে চলা আন্দোলনে।

মাথায় জাতীয় পতাকা বাধা, হাতে জাতীয় পতাকা নিয়ে বসে সকাল থেকে স্লোগান দিচ্ছে শিশু নূর মোহাম্মদ। তার কাছে এই শ্লোগান যেন হাদির সান্নিধ্য পাওয়া।

নূর মোহাম্মদ বলেন, হাদি ভাই ইনসাফের দল করতেন, আমিও বড় হলে ইনসাফের দল করব। আমিও হাদি ভাইর মতো হতে চাই।

নূর মোহাম্মদের মা রুমি বলেন, হাদির জন্য মনটা খুব কাঁদে। টেলিভিশনে দেখছিলাম গতকাল থেকে ইনকিলাব মঞ্চ হাদিকে হত্যা বিচারের দাবিতে শাহবাগে বসেছে। তাই আজ ভোরেই নরসিংদী থেকে ঢাকার উদ্দেশে রওনা হই।

আমার আগেই ইচ্ছা ছিল হাদির কবর দেখব। আজ হাদির কবর দেখলাম। আর এখন আমার ছেলেকে নিয়ে হাদির সঙ্গীদের সঙ্গে বসে পড়লাম।

তিনি বলেন, আমি চাই, আমার নূর মোহাম্মদও একদিন হাদির মতো হোক। এই দেশে হাদির মতো ছেলেদের অনেক বেশি দরকার।

আরএইচ/