এমিরেটস এয়ারলাইন্সে মিলবে নামাজের সুবিধা
প্রকাশ: ২৭ ডিসেম্বর, ২০২৫, ০২:১৬ দুপুর
নিউজ ডেস্ক

আকাশপথে ভ্রমণের সময় নামাজের ভোগান্তি নিরসনে নতুন পকেট নামাজের মাদুর চালু করেছে এমিরেটস এয়ারলাইনস। আগের সংস্করণের তুলনায় এটি কিছুটা মোটা ও আরামদায়ক। এটি বহনেও সহজ।

এমিরেটস জানিয়েছে, তাদের বহরের সব ফ্লাইটেই এই পকেট নামাজের মাদুর পাওয়া যাবে। যাত্রীরা চাইলে ফ্লাইট চলাকালে কেবিন ক্রুদের কাছে সরাসরি অনুরোধ করলে মাদুরটি সরবরাহ করা হবে।

এয়ারলাইনস কর্তৃপক্ষ জানায়, নতুন মাদুরটি দীর্ঘ যাত্রার ফ্লাইটে বিশেষভাবে উপকারী হবে। দীর্ঘপথের ভ্রমণে অনেক সময় নামাজের সময় হওয়ায় যাত্রীদের জন্য আরামদায়ক ও ব্যবহারযোগ্য এই মাদুর কার্যকর সহায়ক হিসেবে কাজ করবে।

এমিরেটসের এক মুখপাত্র নিশ্চিত করেছেন, ফার্স্ট ক্লাস, বিজনেস ক্লাস কিংবা ইকোনমি—সব শ্রেণির যাত্রীই এই সুবিধা পাবেন। সূত্র : দ্য ইসলামিক ইনফরমেশন

আরএইচ/