
|
নাবালিকাকে মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ, ব্যাংককর্মী গ্রেপ্তার
প্রকাশ:
২৭ ডিসেম্বর, ২০২৫, ১২:৩০ দুপুর
নিউজ ডেস্ক |
ভারতের রাজধানী দিল্লিতে ফের নারী নিরাপত্তার কঙ্কালসার চেহারা প্রকাশ্যে এল। ১৩ বছরের এক নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে জোরপূর্বক মদ্যপান করিয়ে ধর্ষণের অভিযোগ উঠল দুই যুবকের বিরুদ্ধে। এই ঘটনায় অভিযুক্ত এক ব্যাংককর্মী ও এক স্যালঁর মালিককে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার সন্ধ্যায় নির্যাতিতার বাবা থানায় ফোন করে জানান যে, তার মেয়েকে দেখে মত্ত মনে হচ্ছে। কেউ তাকে জোর করে মাদক বা মদ খাইয়ে দিয়েছে বলে তিনি প্রাথমিক অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ যখন ওই নাবালিকার কথা রেকর্ড করে, তখনই ধর্ষণের বিষয়টি সামনে আসে। উত্তর দিল্লি শহরতলির ডিসিপি হরেশ্বর স্বামী জানিয়েছেন, নাবালিকার বয়ান ও পারিপার্শ্বিক প্রমাণের ভিত্তিতে পকসো আইন এবং ভারতীয় ন্যায় সংহিতার বিভিন্ন ধারায় মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের মধ্যে একজন পেশায় ব্যাংককর্মী এবং অন্যজন স্থানীয় একটি স্যালঁর মালিক। অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার নেপথ্যে আর কেউ জড়িত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ। সূত্রঃ আনন্দবাজার এনএইচ/ |