
|
বাগেরহাট-১ আসনেও লড়বেন ইবনে শাইখুল হাদিস
প্রকাশ:
২৬ ডিসেম্বর, ২০২৫, ০৩:০২ দুপুর
নিউজ ডেস্ক |
বিশেষ প্রতিনিধি ঢাকা-১৩ আসনের পাশাপাশি বাগেরহাট-১ আসন থেকেও নির্বাচনের ঘোষণা দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির (ইবনে শাইখুল হাদিস) মাওলানা মামুনুল হক। তিনি মোট দুটি আসন থেকে নিজ দলের প্রতীক রিকশা নিয়ে লড়াই করবেন বলে জানিয়েছেন। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাতে মাওলানা মামুনুল হকের অফিসিয়াল ফেসবুক পেইজ ‘হলি উম্মাহ’য় এই তথ্য জানানো হয়েছে। সেখানে বলা হয়েছে, ঢাকা-১৩ আসনের পাশাপাশি বাগেরহাট-১ আসন থেকে নির্বাচন করবেন মাওলানা মামুনুল হক। বিস্তারিত পরে জানানো হবে বলে উল্লেখ করা হয়। এর আগে মাওলানা মামুনুল হক ঢাকা-১৩ (মোহাম্মদপুর-আদাবর ও শেরেবাংলানগর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন। ইতোমধ্যে তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালাচ্ছেন। মাওলানা মামুনুল হক এবারই প্রথমবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর আগে তিনি আওয়ার ইসলামকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, দেশের তিনটি আসনের যেকোনো একটি বা একাধিক আসন থেকে তিনি লড়তে পারেন। সেগুলো হলো- ঢাকা-১৩, ঢাকা-৭ ও বাগেরহাট-১। এসব আসনে লড়াইয়ের কারণ হিসেবে জানিয়েছিলেন, ঢাকা-১৩ আসন তার কর্মক্ষেত্র। এখানে তিনি দীর্ঘদিন যাবত অবস্থান করছেন। ঢাকা-৭ আসন এলাকায় তিনি জন্ম নিয়েছেন এবং সেখানেই বেড়ে উঠেছেন। আর বাগেরহাট-১ (মোল্লাহাট, চিতলমারী ও ফকিরহাট) আসনটি তাঁর নানার বাড়ির আসন হিসেবেও পরিচিত। তাঁর বাবা শাইখুল হাদিস আল্লামা আজিজুল হকের কিছুদিনের কর্মক্ষেত্রও। সে হিসেবে এই আসনেও তিনি প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানিয়েছিলেন। মাওলানা মামুনুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিস জামায়াতে ইসলামীসহ ইসলামি ও সমমনা আটটি দলের মোর্চা বা সমঝোতায় রয়েছে। তবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়ে এসেও দলগুলোর মধ্যে আসন সমঝোতার চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। তাদের মধ্যে টানাপোড়েন চলছে বলে খবর আসছে। এই অবস্থায় শেষ পর্যন্ত বাংলাদেশ খেলাফত মজলিস আট দলের সঙ্গে থাকবে কি না সেটা নিয়ে দেখা দিয়েছে সংশয়। আরএইচ/ |