
|
আলিগড় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে মুসলিম শিক্ষককে গুলি করে হত্যা
প্রকাশ:
২৬ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৯ সকাল
নিউজ ডেস্ক |
ভারতের উত্তর প্রদেশের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একজন শিক্ষককে গুলি করে হত্যা করা হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত এবিকে ইউনিয়ন হাই স্কুলের শিক্ষক রাও দানিশ আলিকে গুলি করা হয়। খবর এনডিটিভির। দানিশ আলি এবিকে হাই স্কুলে কম্পিউটার বিজ্ঞানের শিক্ষক ছিলেন। বুধবার রাতে তিনি দুই সহকর্মীর সঙ্গে ঘুরতে বের হয়েছিলেন। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের কাছে রাত ৮টা ৫০ মিনিটে স্কুটারে থাকা দুই ব্যক্তি দানিশ আলিকে লক্ষ্য করে কমপক্ষে তিনবার গুলি চালায়। গুলি চালানোর আগে একজন বন্দুকধারী দানিশকে বলেছিল, ‘তুমি আমাকে এখনও চিনতে পারনি, এখন তুমি চিনবে।’ মাথায় গুলিবিদ্ধ দানিশকে দ্রুত জওহরলাল নেহেরু মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। তবে হাসপাতালে নেয়ার সঙ্গে সঙ্গেই তার মৃত্যু হয়। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ ওয়াসিম আলি সাংবাদিকদের বলেন, ‘তার মাথায় গুলি করা হয়েছিল, মেডিকেল কলেজে তার মৃত্যু হয়।’ এ ঘটনার পর ঘাতকদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশ। বন্দুকধারীদের শনাক্ত করতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করা হচ্ছে। এনএইচ/ |