
|
শহীদ হাদির আদর্শ সামনে রেখে মিশরে 'আজহার আফকার'র যাত্রা
প্রকাশ:
২৫ ডিসেম্বর, ২০২৫, ০৯:১০ রাত
নিউজ ডেস্ক |
মিশরের আল আজহার ইউনিভার্সিটির শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক নতুন প্লাটফর্ম 'আজহার আফকার'। তারা গত ২২ ডিসেম্বর তাদের প্রথম প্রোগ্রামটি করেন রাজধানী কায়রোর, আব্বাসিয়ার একটি অডিটোরিয়ামে। প্রোগ্রামের শুরুতে ওসমান হাদির ওপর নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন করেন তারা। পরে তাদের ধারণাপত্র পাঠ ও বক্তারা ধারাবাহিক আলোচনা করেন। এ সময় বক্তারা শহীদ শরীফ ওসমান হাদির রাজনৈতিক ও কালচারাল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। ওসমান হাদি যে ইনসাফের লড়াই শুরু করেছেন, তাকে আঁকড়ে ধরে কাজ করে যাওয়ার প্রতিজ্ঞা নিয়ে তারা অনুষ্ঠান শেষ করেন। অনুষ্ঠান শেষে শরীফ ওসমান হাদির রূহের মাগফিরাত কামনায় দোয়া করেন আল-আজহারের বাংলাদেশি শিক্ষার্থীরা আরএইচ/ |