আল্লাহ রাব্বুল আলামিনের দয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি: তারেক রহমান
প্রকাশ: ২৫ ডিসেম্বর, ২০২৫, ০৪:১৮ দুপুর
নিউজ ডেস্ক

প্রায় ১৭ বছর পর মাতৃভূমিতে ফিরে এসে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি শুকরিয়া আদায় করছি। মহান রাব্বুল আলামিনের দয়ায় মাতৃভূমিতে ফিরে এসেছি।

বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে রাজধানীর পূর্বাচলে গণসংবর্ধনার মঞ্চে উপস্থিত হয়ে তিনি প্রথমে এসব কথা বলেন।

তারেক রহমান বলেন, আমরা একটি নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চাই। যেই দেশের স্বপ্ন একজন মা স্বপ্ন দেখেন। এমন দেশ গড়তে চাই যেখানে একজন মা, একজন শিশু ঘরের বাইরে বের হয়ে আবার নিরাপদে ফিরে আসতে পারবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দেশের সব মানুষের একটি প্রত্যাশা এই দেশের কাছে, একটি আকঙ্ক্ষা আছে, আমরা যদি আজকে ঐক্যবদ্ধ হই তাহলে এই লক্ষ কোটি মানুষের প্রত্যাশা পূরণ করতে পারবো।

 দেশের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে সবার প্রতি আহ্বান জানান তারেক রহমান। তিনি জানান, দেশকে উন্নত করতে তার একটি পরিকল্পনা রয়েছে। তিনি সেই পরিকল্পনা অনুযায়ী দেশকে এগিয়ে নিতে চান। এজন্য তিনি দেশবাসীর সহযোগিতা কামনা করেন।

দীর্ঘ ১৭ বছর পর প্রিয় মাতৃভূমিতে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সকালে তারেক রহমান ও তার স্ত্রী-কন্যাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি উড়োজাহাজ বাংলাদেশের আকাশসীমায় প্রবেশ করে।

সকাল ৯টা ৫৭ মিনিটে বিমানটি সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে যাত্রাবিরতির পর তারেক রহমানকে বহনকারী বিমান বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হজরত শাহজালাল (রহ.) আন্তর্জাতিক বিমানবন্দরের মাটি স্পর্শ করে। বিমানবন্দরে তারেক রহমানকে স্বাগত জানান দলের জ্যেষ্ঠ নেতারা। এসময় তিনি নেতাদের সঙ্গে কোলাকুলি ও কুশলবিনিময় করেন এবং উপস্থিত সবার উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান।

বিমানবন্দর থেকে ৩০০ ফিটে ফেরার পথে উচ্ছ্বসিত মানুষের ভালোবাসায় সিক্ত হচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

এর আগে গতকাল বুধবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে (বাংলাদেশ সময় দিনগত রাত সোয়া ১২টা) তাকে বহনকারী বিমান ঢাকার উদ্দেশে লন্ডনের হিথ্রো বিমানবন্দর ত্যাগ করে।

আরএইচ/