
|
মৌলভীবাজার-৪ আসনে রিক্সার প্রার্থী মাওলানা হামিদীর মনোনয়ন ফরম সংগ্রহ
প্রকাশ:
২৪ ডিসেম্বর, ২০২৫, ০৩:৩৩ দুপুর
নিউজ ডেস্ক |
মুস্তাকিম আল মুনতাজ, মৌলভীবাজার প্রতিনিধি: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ৮ দলীয় জোটের সম্ভাব্য প্রার্থী, জামিয়া লুৎফিয়া আনওয়ারুল উলূম হামিদনগর বরুণা মাদরাসার নায়েবে সদরে মুহতামিম মাওলানা শেখ নূরে আলম হামিদী। বুধবার (২৪ ডিসেম্বর) দুপুরে শ্রীমঙ্গল উপজেলা সহকারী রিটার্নিং অফিসার, উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন এর কাছ থেকে তিনি মনোনয়ন ফরম গ্রহণ করেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি মুফতি হাবিবুর রহমান কাসিমী, শেখবাড়ি জামিয়ার নির্বাহী মুহতামিম মাওলানা শেখ আহমদ আফজল বণর্ভী, মাওলানা শেখ হাদি আলম হামিদী সহ দলের জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা। উপজেলা সহকারী রিটার্নিং অফিসার, উপজেল নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক মো. ইসলাম উদ্দিন বলেন, আমার অফিস থেকে আজ দুপুরে বাংলাদেশ খেলাফত মজলিস মনোনীত ও ৮ দলীয় জোটের প্রার্থী মনোনয়ন পত্র সংগ্রহ করেছেন। মনোনয়ন ফরম সংগ্রহের পর মাওলানা শেখ নূরে আলম হামিদী বলেন, “আমি মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা রেখে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল–কমলগঞ্জ) আসন থেকে প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই এলাকার মানুষের নৈতিক, সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নে ইসলামী মূল্যবোধের আলোকে কাজ করাই আমার মূল লক্ষ্য।” তিনি আরও বলেন, “শ্রীমঙ্গল ও কমলগঞ্জ একটি সম্ভাবনাময় জনপদ। এখানকার শিক্ষা, কর্মসংস্থান, স্বাস্থ্যসেবা এবং ন্যায়ভিত্তিক সমাজব্যবস্থা প্রতিষ্ঠায় আমি দায়িত্বশীল ভূমিকা রাখতে চাই। দুর্নীতি, সন্ত্রাস ও বৈষম্যের বিরুদ্ধে আপসহীন থেকে জনগণের অধিকার আদায়ে কাজ করবো।” তিনি সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করে বলেন, “জনগণ যদি আমাকে নির্বাচিত করেন, তাহলে আমি তাদের প্রতিনিধি হিসেবে সংসদে মানুষের কথা বলবো এবং এলাকার সার্বিক উন্নয়নে সততার সঙ্গে কাজ করে যাবো। আরএইচ/ |