
|
মুফতি ওয়াক্কাসপুত্র রশীদকে আসন ছাড় দিলো বিএনপি
প্রকাশ:
২৪ ডিসেম্বর, ২০২৫, ০২:৩৪ দুপুর
নিউজ ডেস্ক |
বিএনপি তাদের জোটসঙ্গীদের জন্য এবার বেশ কিছু আসনে ছাড় দিচ্ছে। এর মধ্যে যশোর-৫ (মনিরামপুর) আসনে ছাড় পেয়েছেন জমিয়তে উলামায়ে ইসলামের একাংশের নেতা মাওলানা রশীদ বিন ওয়াক্কাস। বুধবার (২৩ ডিসেম্বর) দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মিত্রদের আটটি আসনে ছাড়ের ঘোষণা দেন। সেখানে যশোর-৫ আসনও রয়েছে। মাওলানা রশীদ বিন ওয়াক্কাস বিএনপিতে যোগ দিতে পারেন বলে জানা গেছে। কেননা জমিয়তের এই অংশের নিবন্ধন না থাকায় ধানের শীষ নিয়ে নির্বাচন করতে হলে তার বিএনপিতে যোগদানের বিকল্প নেই। মাওলানা রশীদ বিন ওয়াক্কাস হলেন ঐক্যবদ্ধ জমিয়তের দীর্ঘদিনের মহাসচিব এবং একাংশের সভাপতি মুফতি মুহাম্মদ ওয়াক্কাসের ছেলে। মুফতি ওয়াক্কাস এই আসনের একাধিকবারের সংসদ সদস্য। সাবেক প্রতিমন্ত্রী এবং হুইপ। বিএনপির নেতৃত্বাধীন চারদলীয় জোটের এমপি ছিলেন তিনি। সবশেষ ২০১৮ সালেও তিনি এই আসনে ঐক্যফ্রন্টের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। যশোরের এই আসনটি হিন্দু অধ্যুষিত। এর মধ্যেও মুফতি ওয়াক্কাস একাধিকবার এই আসন থেকে বিজয়ী হয়েছেন। কথিত আছে, এখানকার হিন্দুরাও একজন মাওলানাকে তাদের জন্য নিরাপদ মনে করে ভোট দিতেন। বিএনপির ছাড় পাওয়ায় এই আসনে মাওলানা রশীদ বিন ওয়াক্কাসের সম্ভাবনা অনেকটা উজ্জ্বল বলে এলাকাবাসী সূত্রে জানা গেছে। এর আগে জমিয়তে উলামায়ে ইসলামের মূল অংশকে চারটি আসনে ছাড় দিয়েছে বিএনপি। সব মিলিয়ে জমিয়তের দুই অংশকে পাঁচটি আসনে ছাড় দিলো দলটি। আরএইচ/ |