
|
শিক্ষার্থীদের মেধা বিকাশে আফতাবনগর মাদ্রাসায় বার্ষিক প্রতিযোগিতা
প্রকাশ:
২৪ ডিসেম্বর, ২০২৫, ১২:০২ দুপুর
নিউজ ডেস্ক |
রাজধানী ঢাকার অন্যতম দীনি শিক্ষাপ্রতিষ্ঠান ‘আল জামিয়াতুল ইসলামিয়া ঢাকা আফতাবনগর মাদ্রাসায়’ শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশের লক্ষ্যে দিনব্যাপী বর্ণাঢ্য বার্ষিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২৩ ডিসেম্বর মঙ্গলবার মাদ্রাসার ‘ইদারা ছাত্র পাঠাগারের’ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানটি বাদ ফজর থেকে শুরু হয়ে রাত পর্যন্ত প্রাণবন্ত পরিবেশে সম্পন্ন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহ প্রদান করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন ও আফতাবনগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা প্রিন্সিপাল মুফতি মোহাম্মদ আলী। তিনি জানান, পাঠ্যবইয়ের শিক্ষার পাশাপাশি শিক্ষার্থীদের আত্মবিশ্বাস বাড়ানো, উপস্থাপনা দক্ষতা বৃদ্ধি এবং শুদ্ধ ইতিহাস সম্পর্কে সচেতন করতেই প্রতি বছর এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতার আয়োজন করা হয়। সেই ধারাহিকতায় এই আয়োজন। মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত এই প্রতিযোগিতার শিক্ষার্থীরা হিফজুল কুরআন, হামদ-নাত এবং আসমাউল হুসনা পাঠের মাধ্যমে তাদের সুপ্ত মেধার পরিচয় দেয়। প্রতিযোগিতার অন্যতম আকর্ষণ ছিল বাংলা, আরবি ও ইংরেজি—তিনটি ভাষায় তথ্যবহুল বক্তৃতা প্রতিযোগিতা। বাংলা বক্তৃতার বিষয় ছিল ‘রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর অনুপম চরিত্র মাধুর্য’ এবং ‘সাহাবায়ে কেরাম মিয়ারে হক’। এছাড়া ‘ইসলামে নারীর অধিকার’ শীর্ষক বিষয়ে শিক্ষার্থীরা আরবি ও ইংরেজি ভাষায় সাবলীল বক্তব্য তুলে ধরে উপস্থিত দর্শকদের মুগ্ধ করে। প্রতিযোগিতায় সীরাত ও ফিকহ শাস্ত্রের পাশাপাশি জাতীয় ইতিহাস ও সাম্প্রতিক সমসাময়িক ইস্যুগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। কুইজ প্রতিযোগিতার বিষয়গুলোতে স্থান পায়: আফতাবনগর মাদ্রাসা, সিরাতে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ২৪-এর জুলাই অভ্যুত্থান, ৭১-এর স্বাধীনতা যুদ্ধে ওলামায়ে কেরামের অবদান এবং দারুল উলুম দেওবন্দ। ইফতা বিভাগের শিক্ষার্থীদের জন্য ফিকহ শাস্ত্র ও ইমামগণের জীবনীর ওপর বিশেষ কুইজ পর্বের আয়োজন করা হয়। এনএইচ/ |