
|
‘ইনশাআল্লাহ ধানের শীষ ও খেজুর গাছের সামনে তারা টিকতে পারবে না’
প্রকাশ:
২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:২৫ দুপুর
নিউজ ডেস্ক |
বিএনপির ধানের শীষ এবং জমিয়তে উলামায়ে ইসলামের খেজুর গাছ প্রতীক নিয়ে সবাই ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবেন বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ-৪ (ফতুল্লা) আসনে বিএনপি সমর্থিত প্রার্থী জমিয়তে উলামায়ে ইসলামের নেতা মুফতি মনির হোসাইন কাসেমী। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে নারায়ণগঞ্জের সাইনবোর্ড চৌরঙ্গী ফিলিং স্টেশনের সামনে দলীয় নেতাকর্মীদের উদ্দেশে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন। মুফতি মনির কাসেমী বলেন, আজ থেকে আমরা সবাই বুকে বুক মিলিয়ে ধানের শীষ ও খেজুর গাছ প্রতীক নিয়ে কাজ করব। এটি একটি গণতান্ত্রিক দেশ। যে কেউ স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করতে পারেন- এটি তার অধিকার। তবে ইনশাআল্লাহ, ধানের শীষ ও খেজুর গাছের কাছে তারা টিকতে পারবে না। সবাইকে সঙ্গে নিয়ে বিজয় অর্জনের মাধ্যমে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে চান বলে দিনি জানান। এর আগে একই দিন রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে জমিয়তে উলামায়ে ইসলামের সঙ্গে এক বৈঠক শেষে নারায়ণগঞ্জ-৪ আসনে কাসেমীর নাম জোটের প্রার্থী হিসেবে ঘোষণা দেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, এ আসনে বিএনপির কোনো প্রার্থী থাকবে না। এনএইচ/ |