
|
আফগানিস্তানে পাকিস্তানের হামলা অযৌক্তিক: ফজলুর রহমান
প্রকাশ:
২৪ ডিসেম্বর, ২০২৫, ১১:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
আফগানিস্তানে পাকিস্তানের সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন জমিয়তে উলামায়ে ইসলাম (জেইউআই) পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান। তিনি বলেছেন, সন্ত্রাসী গোষ্ঠীকে লক্ষ্য করার অজুহাতে পরিচালিত এসব হামলা অযৌক্তিক এবং এর ফল উল্টো হতে পারে। তিনি বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যকার বিদ্যমান উত্তেজনা সামরিক পথে নয়; বরং সংলাপ ও রাজনৈতিক সম্পৃক্ততার মাধ্যমেই নিরসন করা উচিত। এ ক্ষেত্রে কাবুল ও ইসলামাবাদ—উভয় পক্ষকেই দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তিনি। ‘পাকিস্তানি উম্মাহ ইউনিটি’ শীর্ষক আলেমদের এক সমাবেশে বক্তব্য দিতে গিয়ে মাওলানা ফজলুর রহমান আফগানিস্তান বিষয়ে পাকিস্তানের বর্তমান নিরাপত্তা নীতির কড়া সমালোচনা করেন। পাকিস্তানের সামরিক নেতৃত্বকে উদ্দেশ করে তিনি সীমান্তপারের সামরিক পদক্ষেপের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, পাকিস্তানের ভেতরে ভারত হামলা চালালে যে যুক্তি প্রত্যাখ্যান করা হয়, একই যুক্তিতে আফগানিস্তানের বিরুদ্ধে হামলাকে বৈধতা দেওয়া দ্বিচারিতার শামিল। তিনি বলেন, “আপনি যদি কাবুলে হামলাকে এই যুক্তিতে বৈধ বলেন যে আপনার শত্রুরা সেখানে অবস্থান করছে, তাহলে ভারত যখন পাকিস্তানের অভ্যন্তরে তার শত্রুদের লক্ষ্য করে হামলা চালায়—সেই যুক্তি আপনি কেন গ্রহণ করেন না?” মাওলানা ফজলুর রহমান সতর্ক করে বলেন, আফগানিস্তান ও পাকিস্তানের মধ্যে চলমান টানাপোড়েন অব্যাহত থাকলে তা কোনো দেশেরই স্বার্থ রক্ষা করবে না; বরং গোটা অঞ্চলকে আরও অস্থিতিশীলতার দিকে ঠেলে দেবে। তিনি আরও বলেন, দুই প্রতিবেশী দেশের দীর্ঘদিনের বিরোধের একমাত্র টেকসই সমাধান হলো পারস্পরিক সম্মান, সংলাপ এবং রাজনৈতিক বোঝাপড়ার ভিত্তিতে সমস্যা সমাধান। সূত্র: আরিয়ানা নিউজ এনএইচ/ |