বিএনপির সঙ্গে আসন সমঝোতার কারণ জানালো জমিয়ত
প্রকাশ: ২৪ ডিসেম্বর, ২০২৫, ০৮:৪৪ সকাল
নিউজ ডেস্ক

দেশের চারটি আসনে ছাড়ের বিনিময়ে বিএনপির সঙ্গে সমঝোতা করেছে জমিয়তে উলামায়ে ইসলাম। দলটির এই অবস্থান নিয়ে কোনো কোনো মহলে সমালোচনা হচ্ছে। তবে জমিয়তের পক্ষ থেকে এই সমঝোতার কারণ জানানো হয়েছে। দলটি বলছে, ধর্মীয় অনুভূতি ও দেশের স্বাধীনতা-স্বার্বভৌমত্ব সমুন্নত রাখতে জমিয়ত এই সিদ্ধান্ত নিয়েছে। 

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) রাতে জমিয়তের পক্ষ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই কথা বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে ছয় দফা দাবি বিএনপির কাছে পেশ করা হয়। সেগুলো হলো-
১. মহান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস স্থাপন। 
২. রাষ্ট্রধর্ম হবে ইসলাম। 
৩. আল্লাহ, নবী-রাসুল, সাহাবা ও কুরআনসহ সকল ধর্মের মর্যাদা রক্ষা করা হবে এবং ধর্ম অবমাননার বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক আইন করা হবে।
৪. শরিয়াবিরোধী কোনো আইন প্রণয়ন করা হবে না। 
৫. শিক্ষার সর্বস্তরে মুসলমানদের জন্য ইসলামি শিক্ষা বাধ্যতামূলক করা হবে। 
৬. কওমি মাদরাসা শিক্ষিতদের ইমাম, কাজি এবং  স্কুল কলেজে ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগ দেওয়া হবে।

বিএনপির পক্ষ থেকে এ সকল বিষয় মেনে নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়।
পরে সংবাদ সম্মেলনের মাধ্যমে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জমিয়তের জন্য চারটি আসন ঘোষণা করেন। সেগুলো হলো-
নীলফামারী-১ মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, সিলেট-৫ মাওলানা উবায়দুল্লাহ ফারুক, নারায়ণগঞ্জ-৪ মুফতি মনির হোসাইন কাসেমী, ব্রাহ্মণবাড়িয়া-২ মাওলানা জুনায়েদ আল হাবিব।

এনএইচ/