
|
নিষিদ্ধ ছাত্রলীগের তিতুমীর কলেজ শাখার সহ-সভাপতি গ্রেপ্তার
প্রকাশ:
২৩ ডিসেম্বর, ২০২৫, ০৯:১৭ রাত
নিউজ ডেস্ক |
সরকারি তিতুমীর কলেজ শাখা ছাত্রলীগের সহ-সভাপতি নকিব তালুকদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাত ৩টার দিকে মাদারীপুর সদর উপজেলার চরমুগরিয়া এলাকায় তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাদারীপুর সদর মডেল থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে নকিব তালুকদারের বাড়িতে অভিযান চালায় এবং তাকে গ্রেপ্তার করে। মাদারীপুর সদর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ বলেন, “নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করা হয়েছে। গ্রেপ্তারের পর তাকে থানায় আনা হয়েছে এবং পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।” আরএইচ/ |