
|
পাকিস্তানে পুলিশের গাড়িতে অতর্কিত হামলা, নিহত ৫
প্রকাশ:
২৩ ডিসেম্বর, ২০২৫, ০১:০৯ দুপুর
নিউজ ডেস্ক |
পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার কারাকের গুরগুরি এলাকায় মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দেশটির পুলিশের গাড়িতে অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির অন্তত পাঁচজন পুলিশের সদস্য নিহত হয়েছেন। খবর ডনের। দেশটির জেলা পুলিশের মুখপাত্র সৈকত খান হামলা ও হতাহতের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেছেন, ঘটনাস্থলে পুলিশের বিশাল বহর অবস্থান করছে, এর মধ্যে জেলা পুলিশের কর্মকর্তা রয়েছেন। হামলাকারীদের ধরতে অভিযান চলছে। প্রতিবেদনে বলা হয়েছে, হামলার প্রকৃত ধরন সম্পর্কে এখনো জানা যায়নি। তবে জেলা পুলিশের মুখপাত্রের শেয়ার করা ছবিতে গাড়ির পুড়ে যাওয়া অংশ দেখা গেছে। ডন বলছে, খাইবার পাখতুনখোয়া বিভিন্ন এলাকায় পুলিশকে লক্ষ্য করে সিরিজ হামলার এটি সর্বশেষ ঘটনা। গত সপ্তাহে লাক্ষি মারওয়াতে বন্দুক হামলায় পুলিশের এক কর্মকর্তা এবং তার ভাই নিহত হয়েছেন। এ ছাড়া চলতি মাসের শুরুতে একই এলাকায় আত্মঘাতী হামলায় একজন পুলিশ নিহত হয়েছেন এবং আরও পাঁচজন আহত হন। এর আগে নভেম্বরে একই প্রদেশের হাঙ্গুতে চেকপোস্টে সন্ত্রাসী হামলায় তিনজন পুলিশ সদস্য নিহত হয়েছিলেন। এনএইচ/ |