
|
ফিলিস্তিনি বন্দিদের জন্য কুমিরবেষ্টিত কারাগারের প্রস্তাব ইসরায়েলের, তীব্র বিতর্ক
প্রকাশ:
২৩ ডিসেম্বর, ২০২৫, ১০:৪১ দুপুর
নিউজ ডেস্ক |
ফিলিস্তিনি বন্দিদের জন্য চারপাশে কুমির ঘেরা কারাগার নির্মাণের প্রস্তাব দিয়ে নতুন করে বিতর্ক সৃষ্টি করেছেন দখলদার ইসরায়েলের কট্টর ডানপন্থি জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গিভির। মানবাধিকার সংগঠনগুলোর দীর্ঘদিনের অভিযোগের সঙ্গে যুক্ত হয়ে তার এই মন্তব্যকে ফিলিস্তিনি বন্দিদের প্রতি ইসরায়েলি কারা ব্যবস্থার নির্মম আচরণের আরও একটি ভয়াবহ উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল–১৩ রোববার (২১ ডিসেম্বর) এক প্রতিবেদনে জানায়, বেন গিভির সম্প্রতি ইসরায়েলি কারা কর্তৃপক্ষের কাছে এই প্রস্তাব উত্থাপন করেন। তার দাবি, ফিলিস্তিনি বন্দিদের পালিয়ে যাওয়ার সম্ভাবনা ঠেকাতে কারাগারের চারপাশে কুমির রাখা যেতে পারে, যা একটি ‘নিরাপত্তা ব্যবস্থা’ হিসেবে কাজ করবে। প্রতিবেদনে আরও বলা হয়, প্রস্তাবটি কার্যকর হলে কারাগারটি নির্মাণ করা হতে পারে সিরিয়ার দখলকৃত গোলান উপত্যকার কাছাকাছি হামাত গাদের এলাকায়। এই স্থানটি জর্ডান সীমান্তের কাছেও অবস্থিত, যা অঞ্চলগত দিক থেকে অত্যন্ত সংবেদনশীল বলে বিবেচিত। উল্লেখযোগ্য বিষয় হলো, হামাত গাদের এলাকায় একটি চিড়িয়াখানা রয়েছে। প্রস্তাব অনুযায়ী, সেখানকার কুমির এনে ফিলিস্তিনি বন্দিদের জন্য নির্ধারিত কারাগারের চারপাশে রাখা হবে, যাতে বন্দিরা পালানোর কোনো সুযোগ না পান। চ্যানেল–১৩ জানায়, গত সপ্তাহে ইসরায়েলি কারা কর্তৃপক্ষের প্রধান কোবি ইয়াকোবির সঙ্গে এক বৈঠকে বেন গিভির এই ‘হিংস্র ও অমানবিক’ প্রস্তাব দেন। বৈঠকে উপস্থিত কয়েকজন পুলিশ কর্মকর্তা বিষয়টি শুনে হাসাহাসি করলেও, বিষয়টিকে পুরোপুরি উড়িয়ে দেওয়া হয়নি। প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েলি কারা কর্তৃপক্ষ ইতোমধ্যে এমন একটি কারাগার নির্মাণের সম্ভাব্যতা যাচাই করছে। এ ঘটনা সামনে আসার পর ফিলিস্তিনি বন্দিদের নিরাপত্তা, মর্যাদা ও মানবাধিকার নিয়ে আন্তর্জাতিক মহলে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। তথ্যসূত্র : দ্য নিউ আরব এনএইচ/ |