‘পদত্যাগপত্র গ্রহণ, সৈয়দ তালহা আলম এখন জমিয়তের কেউ নন’
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ১১:৪৩ রাত
নিউজ ডেস্ক

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ (মুফতি ওয়াক্কাস) অংশের সাবেক প্রচার সম্পাদক সৈয়দ তলহা আলম দলের সব পদ-পদবিসহ প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করেছেন। দল তার পদত্যাগপত্র গ্রহণ করেছে দল। বর্তমানে তিনি জমিয়তের কেউ নন।

সোমবার (২২ ডিসেম্বর) জমিয়তের (একাংশ) এক বার্তায় এই কথা বলা হয়।

দলের মহাসচিব ড. মাওলানা গোলাম মহিউদ্দীন ইকরামের পক্ষ থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে স্থানীয় পর্যায়ের সব নেতাকর্মীকে দলীয় শৃঙ্খলা মেনে চলার জোর নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, সৈয়দ তালহা আলম সম্প্রতি জমিয়ত ছেড়ে এবি পার্টিতে যোগ দিয়েছেন। তিনি সুনামগঞ্জ-৩ আসন থেকে ‘ঈগল’ প্রতীকে নির্বাচন করবেন বলে জানা গেছে।

আরএইচ/