দুই আসনে মন গলেনি নুর-রাশেদদের, বিএনপির সঙ্গ ছাড়ার ইঙ্গিত
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৭:১৮ বিকাল
নিউজ ডেস্ক

এবারের নির্বাচনে বিএনপি ও গণঅধিকার পরিষদের আসন সমঝোতা নিয়ে গতকাল রোববার সিদ্ধান্ত হয় পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে দলের সভাপতি নুরুল হক নুর এবং ঝিনাইদহ-২ (হরিণাকুন্ডু-ঝিনাইদহ সদর) আসনে সাধারণ সম্পাদক মো. রাশেদ খাঁন প্রতিদ্বন্দ্বিতা করবেন। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠকে এই সিদ্ধান্ত চূড়ান্ত হলেও একদিন পরই বেঁকে বসেছেন নুর-রাশেদরা। সোমবার (২২ ডিসেম্বর) গণঅধিকার পরিষদের জাতীয় নির্বাহী কমিটির সভায় সিদ্ধান্ত হয়- মাত্র দুটি আসনে সমঝোতায় তারা রাজি হবেন না। অন্তত ১০টি আসন তাদের দিতে হবে। অন্যথায় বিএনপির সঙ্গ ছাড়ার ইঙ্গিতও দিয়েছে দলটি।

গণঅধিকার পরিষদের মুখপাত্র হাসান আল মামুন ফেসবুকে লিখেন, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির সঙ্গে কোনো জোট বা আসন সমঝোতায় যাবে না গণঅধিকার পরিষদ। গণঅধিকার পরিষদের নেতৃবৃন্দের মতামতের ওপর ভিত্তি করেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামীকাল ২৩ ডিসেম্বর গণঅধিকার পরিষদ সংবাদ সম্মেলনের মাধ্যমে দলীয় অবস্থান পরিষ্কার করবে। বিএনপির সঙ্গে আসন সমঝোতা কিংবা জোটের আলোচনার আনুষ্ঠানিক পরিসমাপ্তি ঘটতে যাচ্ছে আগামীকাল।

গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ বিষয়টি নিশ্চিত করে বলেন, রোববার বিএনপির সঙ্গে আমাদের সভা হয়। আমরা মোট ১০টি আসনে সমঝোতার প্রস্তাব দিয়েছিলাম। সভায় বিএনপির পক্ষ থেকে দুটি আসনে প্রাথমিক সমঝোতার কথা বলা হয়েছে।

দলের একজন কেন্দ্রীয় নেতা নাম প্রকাশ না করে বলেন, আমাদের অন্তত ছয়জন প্রার্থী আছেন যারা ভালো করবেন। ভোটে বিজয়ী হওয়ার মতো। এলাকায় এতদিন কাজ করেছেন। সেক্ষেত্রে আমরা দুটি আসন সমঝোতায় রাজি না। ১০টা আসনের বিষয়ে নেতারা মত দিয়েছেন। শেষ পর্যন্ত ছয় থেকে সাতটি আসন অবশ্যই চাই। না হলে ট্রাক প্রতীকে ৩০০ আসনে প্রার্থী দেওয়া হবে।

আরএইচ/