
|
‘ধানের শীষ পেতে’ বিএনপিতে ভিড়ছেন এহসানুল হুদা
প্রকাশ:
২২ ডিসেম্বর, ২০২৫, ০৪:৪২ দুপুর
নিউজ ডেস্ক |
১২ দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিমের পর এবার বিএনপিতে যোগদান করছেন জোটের সমন্বয়কারী এবং জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা। আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে নির্বাচনের সুবিধার্থে এই সিদ্ধান্ত বলে জানা গেছে। সোমবার (২২ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপি চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এ যোগদান অনুষ্ঠিত হবে। এতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত থাকবেন। বিএনপির একটি বিশ্বস্ত সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচনে বিএনপির শরিকদের মনোনয়ন নিয়ে চলছে দর কষাকষি। এতে মনোনয়ন না পেয়ে জোটের অনেকেই হতাশা ব্যক্ত করেছেন। এদিকে বিএনপি’র পক্ষ থেকে বলা হয়েছে, আসন্ন নির্বাচনে কোনো ধরনের ঝুঁকি নিতে চায় না দলটি। ধানের শীষ প্রতীকের বাইরে জয়ী হওয়া অনেক কঠিন বলে মনে করছেন বিএনপির নীতিনির্ধারকেরা। এজন্য এহসানুল হুদা কিশোরগঞ্জ-৫ আসনে ধানের শীষ থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে বিএনপিতে যোগ দিচ্ছেন। আরএইচ/ |