মাদরাসা ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ০৪:০৮ দুপুর
নিউজ ডেস্ক

নারায়ণগঞ্জ বন্দরে আলিফা (১৩) নামে এক মাদরাসা ছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধ করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার (২২ ডিসেম্বর) ভোরে দড়ি সোনাকান্দা এলাকায় দেলোয়ারের বাড়ির গলি থেকে তার লাশ উদ্ধার করে পুলিশ। এর আগে রোববার বিকেল থেকে নিখোঁজ ছিল ওই ছাত্রী।

আলিফা নাসিক ২০ নম্বর ওয়ার্ড দড়িসোনাকান্দা এলাকার মোহাম্মদ আলীর মেয়ে। সে দড়িসোনাকান্দা মিফতাহুল উলূম মাদরাসার শিক্ষার্থী ছিল।

আলিফার মা পারভিন বেগম বলেন, রোববার বিকেল ৪টার দিকে একটি খালি বস্তা দিয়ে প্রতিবেশী তারা মিয়ার বাড়িতে মেয়ে আলিফাকে পাঠানো হয়। তারপর সে বাড়িতে ফিরে না আসায় সন্ধ্যার পর সম্ভব্য সবস্থানে খোঁজাখুঁজি করে না পেয়ে মাইকিং করা হয়েছে। সোমবার ফজরের নামাজের পর প্রতিবেশী দেলোয়ারের বাড়ির গলিতে লাশ পড়ে থাকতে দেখে এলাকাবাসী খবর দেয়। আমার মেয়েকে নির্যাতনের পর হত্যা করেছে স্থানীয় মাদকাসক্তরা। মাদকাসক্তদের বিচার চাই।

বন্দর থানার সেকেন্ড অফিসার এসআই মনির হোসেন জানান, নিখোঁজের একদিন পর কিশোরীর লাশটি তার নিজ বাড়ির পাশ থেকে উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। নিহতের শরীরে ও মুখে নখের আচড়, কামড়ের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পাশবিক নির্যাতনের পর শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

আরএইচ/