
|
‘মিডিয়া ডিরেক্টর’ নেবে আস-সুন্নাহ ফাউন্ডেশন
প্রকাশ:
২২ ডিসেম্বর, ২০২৫, ০৩:১৩ দুপুর
নিউজ ডেস্ক |
নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মানবকল্যাণে নিবেদিত সেবামূলক প্রতিষ্ঠান আস-সুন্নাহ ফাউন্ডেশন। ‘মিডিয়া ডিরেক্টর’ পদে কর্মী নিয়োগ দেবে প্রতিষ্ঠানটি। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ সময় আগামী ২৫ ডিসেম্বর। প্রতিষ্ঠানের নাম: আস-সুন্নাহ ফাউন্ডেশন পদের নাম: মিডিয়া ডিরেক্টর পদ সংখ্যা: ১টি শিক্ষাগত যোগ্যতা: জার্নালিজম, মাস কমিউনিকেশন বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রি (অগ্রাধিকার) অভিজ্ঞতা: টিভি প্রোগ্রামিং বা প্রফেশনাল স্টুডিও প্রোডাকশনে কমপক্ষে ৩–৫ বছরের বাস্তব অভিজ্ঞতা স্টুডিও অপারেশন, এডিটিং ওয়ার্কফ্লো এবং Wirecast/OBS সম্পর্কে ধারণা DATA Video Switcher সম্পর্কে সঠিক জ্ঞান এবং পরিচালনার অভিজ্ঞতা স্ক্রিপটিং, স্টোরি টেলিং এবং ক্রিয়েটিভ টিম পরিচালনার সক্ষমতা প্রধান দায়িত্বসমূহ: প্রি-প্রোডাকশন থেকে পোস্ট-প্রোডাকশন ইনডোর-আউটডোর প্রোগ্রামের পূর্ণাঙ্গ পরিকল্পনা ও বাস্তবায়ন পডকাস্ট সেট ডিজাইন, গেস্ট ম্যানেজমেন্ট এবং মাসিক কন্টেন্ট ক্যালেন্ডার তৈরি সকল স্টুডিও রেকর্ডিং, পডকাস্ট, লাইভ ও ফিল্ড প্রোডাকশনের সার্বিক তত্ত্বাবধান টেকনিক্যাল টিম, এডিটর, অডিও–ভিডিও মান এবং প্রপার লাইটিং সেটআপ নিশ্চিত করা মিডিয়া টিমের KPI নির্ধারণ, ডেডলাইন ম্যানেজমেন্ট এবং টিম লিডিং চাকরির ধরন: ফুলটাইম প্রার্থীর ধরন: পুরুষ বয়সসীমা: উল্লেখ নেই কর্মঘণ্টা: ৯ ঘণ্টা কর্মস্থল: আফতাবনগর, ঢাকা বেতন: ৫০ থেকে ৭০ হাজার টাকা (আলোচনা সাপেক্ষে) অন্যান্য সুযোগ-সুবিধাসমূহ: দক্ষতার ভিত্তিতে বার্ষিক বেতন পর্যালোচনা বছরে ২টি ঈদ বোনাস প্রভিডেন্ট ফান্ড নিয়মিত মূল্যায়ন ও প্রমোশন ব্যবস্থা আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা চাকরি সম্পর্কে বিস্তারিত জানতে এবং আবেদন করতে এই লিংকে ক্লিক https://docs.google.com/forms/d/e/1FAIpQLSfdQLgYYLLyJYPdi70HvAAqBBSVLA0NX84TQZJxE_SuGM24TQ/viewform করুন আবেদনের সময়সীমা: ২৫ ডিসেম্বর, ২০২৫ আরএইচ/ |