
|
ঢাকা-৮ আসনে বাংলাদেশ খেলাফত মজলিস প্রার্থী ফয়সালের মনোনয়ন সংগ্রহ
প্রকাশ:
২২ ডিসেম্বর, ২০২৫, ১১:০০ দুপুর
নিউজ ডেস্ক |
ঢাকা-৮ (রমনা–মতিঝিল) আসনে নির্বাচনে অংশগ্রহণের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী ও কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাওলানা মুহাম্মদ ফয়সাল। রোববার (২১ ডিসেম্বর) দুপুরে ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে গিয়ে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন তিনি। এ সময় তার সঙ্গে দলের উপস্থিত ছিলেন—কেন্দ্রীয় বায়তুল মাল সম্পাদক মাওলানা ফজলুর রহমান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলাম, প্রকাশনা সম্পাদক মাওলানা হারুনুর রশিদ, অফিস সম্পাদক মাওলানা রুহুল আমিন, অফিস সহকর্মী মোহাম্মদ এনায়েতসহ স্থানীয় নেতাকর্মীরা। সংশ্লিষ্টরা জানান, বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে মাওলানা ফয়সালকে ঢাকা-৮ আসনের জন্য চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন দেওয়া হয়েছে। তিনি দলীয় প্রতীক ‘রিকশা’ মার্কা নিয়ে আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এনএইচ/ |