শহীদ ওসমান হাদির নামে রাখা হলো যমজ সন্তানের নাম
প্রকাশ: ২২ ডিসেম্বর, ২০২৫, ১০:৫৪ দুপুর
নিউজ ডেস্ক

জুলাই আন্দোলনের সম্মুখসারির যোদ্ধা এবং ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরিফ ওসমান হাদির স্মরণে নিজের যমজ দুই পুত্রসন্তানের নাম রেখেছেন কক্সবাজারের এক ব্যক্তি।

রোববার (২১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে বিষয়টি জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কক্সবাজার শহর শাখার কর্মপরিষদ সদস্য আমিনুল ইসলাম হাসান।

যমজ শিশুদের বাবা জহুর আলম কক্সবাজার শহরের টেকপাড়া এলাকার বাসিন্দা। তিনি শ্রমিক কল্যাণ ফেডারেশনের ৪ নম্বর ওয়ার্ড শহর শাখার অর্থ সম্পাদকের দায়িত্বে রয়েছেন।

আমিনুল ইসলাম বলেন, আমাদের দীর্ঘদিনের স্নেহের কর্মী জহুর আলমের ঘরে মহান আল্লাহর রহমতে একসঙ্গে দুই পুত্রসন্তান জন্ম নিয়েছে। মা-বাবার অনুমতি নিয়ে শহীদ ওসমান হাদির নামানুসারে আমি তাদের নাম রেখেছি।

তিনি আরও জানান, যমজ দুই ভাইয়ের একজনের নাম রাখা হয়েছে ‘হাসান ওসমান’ এবং অন্যজনের ‘হোসাইন হাদি’। আধিপত্যবাদবিরোধী বিপ্লবের শহীদ এই বীরের নামে দুই নবজাতক সমাজে পরিচিত হবে– এটি তাদের কাছে বড় সৌভাগ্যের বিষয়।

শহীদ ওসমান হাদিকে ‘চিরকালের অনুপ্রেরণা’ উল্লেখ করে বাবা জহুর আলম বলেন, ‘শহীদ হাদি একটি ইতিহাস, আমরা তাকে কখনোই ভুলব না। উনার নামে আমার সন্তানদের পরিচয় দিতে পেরে আমি সত্যিই গর্বিত।’

এনএইচ/