
|
নতুন এআই মডেল ‘দ্য কোর’ চালু করল আল জাজিরা
প্রকাশ:
২২ ডিসেম্বর, ২০২৫, ০৮:১৮ সকাল
নিউজ ডেস্ক |
কাতারভিত্তিক জনপ্রিয় গণমাধ্যম আল জাজিরা মিডিয়া নেটওয়ার্ক গুগল ক্লাউডের সহযোগিতায় একটি নতুন ইন্টিগ্রেটিভ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) মডেল ‘দ্য কোর’ চালু করেছে। এই উদ্যোগের মাধ্যমে সংবাদ কার্যক্রমে এআইকে আরও গভীরভাবে একীভূত করার লক্ষ্য নিয়েছে সংস্থাটি। রোববার (২১ ডিসেম্বর) আল জাজিরা জানায়, ‘দ্য কোর’ প্রকল্পে গুগল ক্লাউডের সঙ্গে তাদের সহযোগিতা আরও সম্প্রসারিত করা হয়েছে। এই প্ল্যাটফর্মের উদ্দেশ্য এআই-এর ভূমিকাকে একটি ‘নিষ্ক্রিয় সহায়ক’ থেকে সাংবাদিকতার একটি ‘সক্রিয় অংশীদারে’ রূপান্তর করা। আল জাজিরা মিডিয়া নেটওয়ার্কের মহাপরিচালক শেখ নাসের বিন ফয়সাল আল থানি বলেন, এআই যুগে আমাদের নেতৃত্বকে আরও শক্তিশালী করতে আল জাজিরা একটি বৈশ্বিক প্রযুক্তিগত বাস্তুতন্ত্র গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। তিনি আরও বলেন, ‘দ্য কোর’ আমাদের সেই দৃষ্টিভঙ্গির প্রতিফলন—যেখানে মানব দক্ষতা ও কৃত্রিম বুদ্ধিমত্তা একসঙ্গে কাজ করে সাংবাদিকতাকে আধুনিক করে তোলে। গুগল ক্লাউডকে অংশীদার হিসেবে বেছে নেওয়ার বিষয়ে তিনি বলেন, এআই ক্ষেত্রে তাদের প্রমাণিত দক্ষতা এই উচ্চাভিলাষী রূপান্তর বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এনএইচ/ |