
|
চাকরিতে যোগ দিলেন না হিজাবে টান দেওয়া সেই ভারতীয় নারী
প্রকাশ:
২২ ডিসেম্বর, ২০২৫, ০৮:০৭ সকাল
নিউজ ডেস্ক |
ভারতের বিহার রাজ্যের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের হাত থেকে নিয়োগপত্র নেওয়ার সময় হিজাব টেনে নামানোর ঘটনার শিকার মুসলিম চিকিৎসক নুসরাত পারভীন চাকরিতে যোগ দেননি।শনিবার (২০ ডিসেম্বর) ছিল তার কাজে যোগ দেওয়ার শেষ দিন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য হিন্দু বলছে, গত ১৫ ডিসেম্বর নবনিযুক্ত আয়ুষ চিকিৎসকদের (আয়ুর্বেদিক, হোমিওপ্যাথিক ও ইউনানি) নিয়োগপত্র বিতরণের সময় নুসরাত পারভীন যখন মঞ্চে গিয়ে নিয়োগপত্র নিতে এগিয়ে যান তখন বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার তার হিজাব টেনে নামিয়ে দেন। নুসরাত পারভীন পাটনার সরকারি তিব্বি কলেজ ও হাসপাতালের স্নাতকোত্তর শিক্ষার্থী। নুসরাত পারভীনের এক বন্ধুর ভাষ্য অনুযায়ী, পাটনা সদর এলাকার সাবলপুরের একটি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে তার কাজে যোগ দেয়ার কথা ছিল। এর আগে জেলা সিভিল সার্জন অবিনাশ কুমার সিংয়ের কাছে রিপোর্ট করার কথা ছিল তার। তবে জেলা সিভিল সার্জন অবিনাশ কুমার সিং বলেন, ‘শনিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত ছিল কাজে যোগ দেওয়ার শেষ সময়। কিন্তু তিনি আসেননি। তবে এর মানে এই নয় যে, তিনি পরে যোগ দিতে পারবেন না। স্বাস্থ্য দপ্তর অনুমতি দিলে তার কাজে যোগ দেওয়ার সুযোগ থাকতে পারে। এতে কোনো সমস্যা হওয়ার কথা নয়।’ এদিকে এই ঘটনার পর থেকেই রাষ্ট্রীয় জনতা দল (আরজেডি)-সহ সমাজের বিভিন্ন অংশ থেকে মুখ্যমন্ত্রী নীতিশ কুমারের আচরণের তীব্র সমালোচনা চলছে। গীতিকার ও কবি জাভেদ আখতার এ ঘটনায় মুখ্যমন্ত্রীকে নিঃশর্ত ক্ষমা চাইতে বলেছেন। এনএইচ/ |